✅"𝑷𝒓𝒆𝒔𝒆𝒏𝒕 𝑻𝒆𝒄𝒉 𝑰𝑻" Was Created By 𝑴𝒂𝒉𝒂𝒎𝒖𝒅𝒖𝒍 𝑯𝒂𝒔𝒂𝒏

ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলা শুরু করব - ক্লায়েন্টকে ১ম (1st) মেসেজ কি দেবো

ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলা শুরু করব

ক্লায়েন্টের সাথে কথা বলা শুরু করার পূর্বে কিছু বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হয়। প্রথমত ক্লায়েন্টের জব পোস্টের উপর ভিত্তি করে ক্লায়েন্টের সাথে  কথা বলা শুরু করতে হয়। অর্থাৎ ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলা শুরু করবেন বা আপনার ১ম (1st) মেসেজটি নির্ভর করবে ক্লায়েন্টের জব পোস্টের ওপর।

পেজ সূচিপত্রঃ ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলা শুরু করব

ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলা শুরু করব - ক্লায়েন্টকে ১ম (1st) মেসেজ কি দেবো

যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

প্রথম মেসেজ অবশ্যই সিম্পল, ছোট, প্রফেশনাল এবং কম প্যারাগ্রাফ এর মধ্যেই পুরো বিষয়টা সম্পর্কে উপস্থাপন করা। অর্থাৎঃ যত সিম্পল, ছোট, এবং প্রফেশনাল করা যায় ১ম (1st) মেসেজটা সেক্ষেত্রে তত ভালো।

এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম নিচের এই জব পোস্টটি ক্লায়েন্ট করেছে।

ক্লায়েন্ট জব পোস্টঃ

Only Bangladeshi beginner Thumbnail designer needed. Low price but 100+ projects.

জব পোষ্টের প্রেক্ষিতে ক্লায়েন্টকে দেওয়ার জন্য ১ম (1st) মেসেজটি, যে টি দেবো

মেসেজ ইংলিশেঃ
Hi, I'm Karim Khan.
I'm a beginner Thumbnail Designer & Graphics Designer from Bangladesh.
✅ I create eye-catching YouTube thumbnails
✅ worked on many real projects.
✅ Affordable price for beginners & long-term work
✅ Fast delivery + quality guaranteed

My Portfolio: https://www.behance.net/example
Please check it out. If you like my work, please let me know your requirements.
What kind of thumbnail design do you need?

মেসেজ বাংলায়ঃ
আমি করিম খান।
আমি বাংলাদেশের একজন নতুন থাম্বনেইল ডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইনার।
✅ আমি eye-catching ইউটিউব থাম্বনেইল তৈরি করি
✅ অনেক বাস্তব প্রকল্পে কাজ করেছি।
✅ নতুনদের জন্য সাশ্রয়ী মূল্য এবং দীর্ঘমেয়াদী কাজ করে থাকি।
✅ দ্রুত ডেলিভারি + মানের নিশ্চয়তা, দেয়।
আমার পোর্টফোলিওঃ https://www.behance.net/example
দয়া করে পোর্টফোলিও টি দেখুন। যদি আপনি আমার কাজ পছন্দ করেন, তাহলে দয়া করে আপনার প্রয়োজনীয়তা আমাকে জানান। আপনার কী ধরণের থাম্বনেইল ডিজাইন প্রয়োজন?

ক্লায়েন্টকে ১ম (1st) মেসেজটি ওটাই লেখা হলো কেন? ব্যাখ্যাঃ

“I'm an Expert or professional Thumbnail Designer & Graphics Designer from Bangladesh.”
এটি না লিখে,
“I'm a beginner Thumbnail Designer & Graphics Designer from Bangladesh.”
লেখা হলো কেন??

কারণঃ ক্লায়েন্ট একজন নতুন ডিজাইনার চাচ্ছে অর্থাৎ যেই ডিজাইনার তার লাইফের জার্নিটা শুরু করেছে এবং কিছু বিষয় শিখতে পেরেছে বা হালকা ডিজাইন পারে, এই জন্য ওইখানে "Expert or professional" লেখা হয়নি।
Expert or professional বলতে বোঝানো হয় আসলে একজন অভিজ্ঞ দক্ষ পেশাদার ব্যক্তি।

ডাইরেক্ট Portfolio এবং টিক মার্ক দেওয়া বিষয়বস্তু গুলো কেন লেখা হলো?

টিক মার্ক দেওয়া বিষয়বস্তু গুলো লেখা হলো কারণ

টিক মার্ককে উল্লেখ করায় দেওয়া হয়েছে যে বাজেট কম কারণ জব পোস্টে বলে দিয়েছিল যে তার বাজেট কম হবে। অর্থাৎঃ ক্লায়েন্ট সাশ্রয়ী মূল্যে একটু ভালো কাজ চাই।

একজন ক্লায়েন্ট যখন একটা থাম্নেল বানাই নিতে চাই তখন সে অবশ্যই তার মনের মধ্যে ভেবে রেখেছে, যে আমার ডিজাইন গুলো তে এই বিষয়ে বস্তু থাকবে এবং সেটি কম দামে হবে, দ্রুত ডেলিভারি এবং নিশ্চয়তা পাওয়া যাবে।

তাই শুরুতেই টিক মার্ক দেওয়া বিষয়বস্তু গুলো ক্লায়েন্টকে বলে দিলে ক্লায়েন্টের অনেক সুবিধা হবে। বর্তমানে রিলসের যুগ, মানুষের ধৈর্য কম। তাই আগে থেকে বিষয়গুলো দিয়ে দিলে ভালো হবে।

প্রথমেই পোর্টফোলিও দেওয়ার কারণ

প্রথমেই পোর্টফোলিও দেওয়া একটি ভালো অভ্যাস। কারণ ক্লায়েন্ট যেহেতু জব পোস্ট করেছে, তাই সে অবশ্যই পূর্বের কাজ বা ডেমো দেখতে চাইবে। এখন ক্লায়েন্টের পোর্টফোলিও চাওয়ার আগে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার পোর্টফোলিওতে ক্লিক করে কাজ গুলো দেখার সম্ভাবনা ৮০% থাকবে।

একটা জব পোস্টের প্রেক্ষিতে শত শত প্রোপজল আসে, ক্লায়েন্টের এত সময় নাই যে সবার সাথে কনভারসেশন করবে। ক্লায়েন্টের জব প্রোপজল পড়ে আপনি যদি শুরুতেই বিষয়বস্তুগুলো দিয়ে দিতে পারেন তাহলে আপনার উপর ক্লায়েন্টের আস্থা তৈরি হবে।

আর যদি আপনি স্টেপ বাই স্টেপ কনভারসেশন করে ক্লায়েন্টকে প্রপোজাল দেন, যে

“আমার নাম অমুক, আমি কাজ পারি, আপনি কাজ করাতে চান কিনা, আপনি পোর্টফোলিও দেখবেন কিনা।”

এক্সাম্পলঃ If you want, I can show you my portfolio. Looking forward to working with you! 😊

সব সময় সেলসম্যান হতে শিখুন। তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

আর যদি আপনি প্রথমেই পোর্টফোলিও গুলো না দেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ৫০%, অর্থাৎ পেতেও পারেন আবার নাও পেতে পারেন

টেক্সট হাইলাইট করার জন্য কিবোর্ড

যখন ১ম (1st) মেসেজ পাঠাবেন তখন সবকিছু হাইলাইট করার চেষ্টা করবেন। অর্থাৎ ইমোজি দিবেন, আলাদা টেক্সট ফন্ট ইউজ করবেন, এবং টেক্সটগুলো বোল্ড করে দিবেন, স্টাইল করে দিবেন। এটি করার জন্য প্লে-স্টোরে অনেক App পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই অথেন্টিক অ্যাপটি ব্যবহার করবেন।




পোর্টফোলিও কোথায় বানানো উচিত








শুরুতেই ক্লায়েন্টকে যে ধরনের মেসেজ দেওয়া যাবে না










এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

𝑷𝒓𝒆𝒔𝒆𝒏𝒕 𝑻𝒆𝒄𝒉 𝑰𝑻 এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url